আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে ছুরিকাঘাতে নিহত তরুণীর মরদেহ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক :

সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাত প্রাপ্ত এক তরুণীকে (২০) মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কয়েকজন ব্যাক্তি।

এরপর তারা মরদেহটি রেখে চলে যান তারা। তবে সেই নিহত তরুণীর নাম-পরিচয় কিছুই জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ।

সোমবার (২৭ জুন) রাত নয়টার দিকে শিমুলতলা এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তার মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি বলেন, গতকাল রাত নয়টার দিকে কয়েকজন লোক ছুরিকাঘাত প্রাপ্ত এক তরুণীকে আমাদের হাসপাতালে রেখে চলে যায়। পরে আমাদের ডাক্তাররা পরীক্ষা করে দেখে সেই তরুণী আগে থেকেই মৃত ছিলো।

এরপর গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত মরদেহ আমাদের হাসপাতালেই আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছিলো গতকালকেই পুলিশ এসেছিলো আজ আবার পুলিশ আসছে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিচয় বা বিস্তারিত তথ্য কিছু জানা যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জাহিদ বলেন, নিহতের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। এ কারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে জানানো হয়েছে।

তারা ঘটনা স্থলে আসছে। এ বিষয়ে সাভার থানায় একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক সালেহ ইমরান বলেন নারীর মুখে, বুকে, পেটে, পায়েসহ দেহের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

নিহত নারীর পরিচয় সনাক্ত করার জন্য তার আংগুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ