আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

গঙ্গাচড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় ২০২১-২২ অর্থ বছরে ২০২২-২৩/খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন গ্রস্মকালীন পেঁয়াজ ফসলের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল রবিবার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।

কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের ৮’শত ২০ জন কৃষকের মাঝে উফসী জাতের ধান বীজ, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

প্রত্যেক কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৯টি ইউনিয়নের ৭০ জন কৃষক, ১ কেজি করে গ্রীস্মকালীন পেঁয়াজ বীজ পাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ