আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বন্যার্তদের পাশে উৎসর্গ ফাউন্ডেশন

রাকিব হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ

গত কয়েক দিন আগে টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে সুনামগঞ্জ এর তাহেরপুর থানায় বেশ কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

সেই পরিস্থিতিতে আজ শনিবার(২৫/০৬/২০২২) দিনব্যাপী ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া গ্রামের উৎসর্গ ফাউন্ডেশন নামের সমাজসেবা মূলক সংগঠন বন্যায় প্লাবিত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করে।

উৎসর্গ ফাউন্ডেশন ও সেচ্ছায় রক্তদান সংগঠনের যৌথ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উক্ত সংগঠনের সদস্যরা।
২০০টি পরিবারের মাঝে ১ লাখ ৩০ হাজার টাকার
শুকনো খাবার,চাউল,ডাউল, পানি, ওরস্যালাইন, নিত্য প্রয়োজনীয় টেবলেট,ন্যাপকিন, মোমবাতি, গ্যাস ম্যাচ, শিশুদেরকে বিস্কুট সহ আরো ১২ ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রান সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন এর সদস্য মোঃ তারেক, নয়ন আহমেদ, উসমান গণি। সেচ্ছায় রক্তদান সংগঠন ভবানীপুর থেকে উপস্থিত ছিলেন, মোঃ হাফিজুর রহমান(হাবিব), সুজন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আল- আকসা সেবা সংঘ ও কোরআনের আলো যুব সংঘের সদস্যবৃন্দ ও তাহেরপুরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ