আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

কুবিতে ম্যাথ ফেস্টের উদ্বোধন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গনিত বিভাগ এবং বিভাগের সহযোগী সংগঠন ম্যাথমেটিক্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ম্যাথ ফেস্ট-২০২২। বুধবার (২২ জুন) সকালে কেক কেটে দুইদিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

এরপর সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রালী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালসহ বিভাগের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।

ম্যাথ ফেস্ট-২০২২ এ প্রথম দিনের আয়োজনে ছিল ফ্ল্যাশ মুভ, ম্যাথ অলিম্পিয়াড, ইনডোর গেমস, মুভি শো। দ্বিতীয় দিনে থাকবে সেমিনার, ইনডোর গেমস, নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং সাংস্কৃতিক সন্ধ্যা।

এ আয়োজনে আজীবন সম্মাননা পাবেন দেশবরেণ্য চার গনিতবিদ। তারা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুব্রত মজুমদার,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্যজিৎ কুমার সাহা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ