আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

পরিবেশ ব্যবস্থাপনায় জাবি আর্থ সোসাইটির আট দফা দাবি উত্থাপন

জাবি প্রতিনিধিঃ

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা উন্নত করা প্রসঙ্গে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটির পক্ষ থেকে আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুর একটার দিকে উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

ক্যাম্পাসের বটতলা, শহীদ মিনার, ক্যাফেটেরিয়া টিএসসিসহ বিভিন্ন স্থানে ডাস্টবিন স্হাপন, লেকগুলো পুনঃখনন এবং লেকের পাশে বৃক্ষরোপণ, গাড়ি, রিক্সার গতিসীমা নির্ধারণ,

অপ্রয়োজনীয় হর্ন না বাজানো, অবাধে বহিরাগত চলচল বন্ধ করা এবং পরিবেশ সম্পর্কিত সকল দিবস প্রশাসনের উদ্যোগে পালন করাসহ আট দফা দাবি জানায় সংগঠনটি।

এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকরণ এবং মশার উপদ্রব বৃদ্ধির কারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও তারা উপাচার্যকে অনুরোধ করে।

এ সময় সংগঠনটির নেতা-কর্মীরা সিলেট-সুনামগঞ্জসহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর দাবি জানালে এ বিষয়ে ইতোমধ্যে পরিকল্পনা চলছে এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলে জানান উপাচার্য অধ্যাপক নুরুল আলম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ