আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে সাথী কাউন্সিলরের কান্ড

 

আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধিঃ

সরকার যেখানে বলেছে বাড়ি বাড়ি খাদ্য পোঁছে দেওয়ার কথা সেই কথা মানছেন না সাভার পৌরসভার এক দুই তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলার সাথী আক্তার, জনসমাগম করছেন ত্রান দেওয়া জন্য।

সোমবার (১৩ এপ্রিল) তার নিজ বাসভবনের সামনে সরকারি ত্রান বিতরনে সময় ৫ শতাধিক মানুষের জনসমাগম সৃষ্টি করেন কাউন্সিলার সাথী।

সরেজমিন জানা যায়, প্রায় ৫ শতাধিক দরিদ্র মানুষকে ত্রান দেওয়ার কথা বলে একত্রে করেছে মহিলা কাউন্সিলর সাথী৷ দীর্ঘক্ষন ত্রানের জন্য দাড়িয়ে থেকেও কারোর সাহায্য পাচ্ছেন না বলেও অভিযোগ পাওয়া গেছে।

অসহায় ও দরিদ্রদের ত্রান দেওয়ার নামে এভাবে একত্রিত করে করোনা ভাইরাস সংক্রামন আশঙ্কায় ভূগছেন এলাকার জনগন। সাহায্যের নামে সরকারী ঘোষনা উপেক্ষা করে নিয়ম ভেঙ্গে জনসমাগম ঘটিয়ে ত্রান বিতরনের ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বাহবা কুড়ানো সহ সরকারের সু নজরে আশার এ অভিনব কৌশলে এলাকায় মরনঘাতী করোনার প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে অভিযোগ তুলেছেন এলাকার সচেতন মহল।

এান নিতে আসা পৌর ১নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম জানান সকাল থেকে দাড়িয়ে আছেন মানুষগুলো। কিন্তু কাউন্সিলর কখন আসবেন সেটাও জানিনা৷

বয়োজেষ্ঠদের জনসমাগম ঘটিয়ে এান বিতরনে করোনা ঝুঁকি বাড়বে বলে জানান স্থানীয় চিকিৎসক নোমান। জনস্বার্থে এান সামগ্রী বিতরনকারী দের সরকারী নিয়ম-কানুন মেনে, সম্ভব হলে ফাঁকা মাঠে বিতরন বা বাড়ী বাড়ী পৌঁছে দেওয়ার আহবান জানান তিনি।এানের বিনিময়ে এলাকায় মহামারী করোনা ভাইরাসের বিস্তার চাননা পৌরসভার সুশীল সমাজ সহ সচেতন জনসাধারন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ