আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে আঞ্চলিক সড়কের পাশে ময়লার বাগাড়

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর হইতে সাটুরিয়া যাওয়ার সড়কটি স্থানীয় লোকজন ও যানবাহন চলাচলে অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই সড়ক দিয়েই কয়েক লক্ষ মানুষের চলাচল রয়েছে। সেই সাথে এ’সড়ক পথে প্রচুর যানবাহনের চলাচল করে।

কিন্তু এত গুরুত্বপূর্ণ এই সড়কের পাশেই প্রতিদিন ১০/১৫ ভ্যান গাড়ি করে ফেলা হচ্ছে কাওয়ালী পাড়া বাজার ও নবগ্রাম বাজারের বর্জ্য। বর্জ্য ফেলতে ফেলতে বর্জের সাটুরিয়া কালামপুরের আঞ্চলিক সড়কের অর্ধেক দখল হয়ে গেছে।

কয়েকদিন থাকার পর এগুলো বিষাক্ত বর্জে পরিণত হচ্ছে। দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে।
যার প্রভাব পড়ছে সড়কের পাশে সড়ক ও জনপদের লাগানো গাছের উপর। বর্জের বিষাক্ত গন্ধে পথচারীদের ভুগান্তিই হচ্ছে না তারসাথে দূষিত হচ্ছে পরিবেশ।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় ধামরাই উপজেলার কালামপুর সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের পাশে আঞ্চলিক সড়ক দখল করে ময়লার স্তুপ ফেলা হয়েছে। শত শত গাড়ি চলাচল করে এই সড়কটিতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, বেশ কয়েক মাস ধরে এখানে বর্জ্য ফেলা হচ্ছে। মুখে মাস্ক থাকার পরও বাজে দুর্গন্ধ আসে যা খুবই বিরক্তিকর। এতে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত সহ পরিবেশ দূষিত বিভিন্ন সমস্যা হচ্ছে ।

এছাড়াও রাস্তার মধ্যে ময়লা বর্জ্য পরে থাকে যা আমাদের জন্য খুবই ঝুঁকির ও কষ্টকর । রাস্তার পাশে এরকম বর্জ্য ফেলে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা উচিৎ না। এখন তো ময়লা ফেলতে ফেলতে পাহাড়ের মতো হয়ে গেছে।

স্থানীয় সুশীল সমাজের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ বাজার কমিটি ফ্রেলে যাচ্ছে এর প্রতিবাদ করলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

যত তাড়াতাড়ি সম্ভব বাজার কমিটি এর একটা সুরাহা করুক। অথবা উপজেলা প্রসাশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় আশু ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ দূষনের হাত থেকে এলাকাবাসীকে মুক্ত করতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ