আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

সিলেটের বন্যার্তদের পাশে কুবি’র জালালাবাদ এসোসিয়েশন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য সহযোগিতার আহ্বান করা হয়েছে।

অর্থ সংগ্রহের জন্য তারা আগামী রবিবার (১৯ জুন) সশরীরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যাবে। এছাড়া অনলাইনেও সহযোগিতা করার জন্য ডিজিটাল লেনদেনের নাম্বার রাখা হয়েছে।

এ ব্যাপারে সংগঠনের সভাপতি প্রিন্স তালুকদার বিশ্বজিৎ বলেন, ‘আমরা আমাদের আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন থেকে সিলেটের মানুষের পাশে দাড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি।

ইতিমধ্যে যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি আমরা। ফান্ড কালেকশন হয়ে গেলে আমাদের সংগঠন থেকে প্রতিনিধি পাঠিয়ে আমাদের সহযোগিতা পৌঁছে দিবো সিলেটের দুর্গম বন্যার্ত এলাকা গুলোতে। সকলের প্রতি আহ্বান থাকবে সিলেটবাসীদের সহযোগিতায় নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন।’

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারী বৃষ্টিপাতের ফলে সিলেটে বন্যা হলে এবার ২য় দফায় জুন মাসে ভারী বর্ষণ হলে বন্যা পরিস্থিতির অবনতি হয়। যার ফলশ্রুতিতে সিলেট- সুনামগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ।

বন্যার্তদের জন্য অনুদান ও যোগাযোগের ঠিকানা:
বিকাশ: ০১৬৪৭০৮৬৭২০, ০১৭৬৬৮৮৬৬৭৪, রকেট: ০১৬২৭০৫৪১২৬ নগদ: ০১৬৪৭০৮৬৭২০, ০১৬২৭০৫৪১২৬

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ