আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

পেকুয়া জিএমসির ২০২২এর ব্যাচের বিদায় অনুষ্ঠান

দেলওয়ার হোসাইন, পেকুয়া, কক্সবাজার :

পেকুয়া উপজেলার প্রাচীনতম বিদ্যানিকেতন পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনষ্টিটিউশনের ২০২২ ইং এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

বৃহষ্পতিবার (১৬ জুন) সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনষ্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপত্বিতে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার এনামুল হক চৌধুরী ,

বর্তমান প্রধান শিক্ষক মাষ্টার জহির উদ্দিন, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য এসডি সিটি সেন্টারের স্বত্বাধিকারী সরওয়ার আলম , মাষ্টার জাহাঙ্গীর আলম, বিদায়ী শিক্ষার্থীসহ প্রমুখ। বিদায় অনূুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয় ।এতে মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা কফিল উদ্দিন ।

এসময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান , সহকারী প্রধান শিক্ষক মাষ্টার নুরুল হোছাইন, সিনিয়র শিক্ষক বাবু অরিন্দম, মাষ্টার নুরুল কাদের আল নেওয়াজ, সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ, অভিভাবক প্রতিনিধি দেলওয়ার হোসাইন,

ক্রীড়া শিক্ষক নুর মোহাম্মদ, মাষ্টার আমিনুল ইসলাম , মাষ্টার ইফতিখার উদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠান সঞ্চালনা করে সিনিয়র শিক্ষক মারুফা দিদা। এবারে ২০২২ ইংরেজী ব্যাচে প্রায় ৪ শত ৫০জনের অধিক ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ