আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

তাহিরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে ৫০ হাজারেরও বেশি মানুষ এখন পানিবন্দি।

প্লাবিত গ্রামের মধ্যে রয়েছে উপজেলার গোলাবাড়ি, ছিড়িয়াগাও, মন্দিয়াতা, জয়পুর, ছিলানি তাহিরপুর, কামালপুর, তরং, কালাশ্রীপুর, নয়াবন্দ, মাটিয়ান, বেতাগড়া, কদমতলী, নবাবপুর, মদনপুর, শিবরামপুরসহ আরো অনেক গ্রাম।

টানা বৃষ্টি আর মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে আকস্মিক এ বন্যা। গবাদি পশু নিয়ে বিপাকে পড়ছেন বানভাসিরা। সরকারি বা বেসরকারি কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ বন্যাকবলিতদের।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানিয়েছেন, কবলিত এলাকায় ত্রাণ বিতরণে জন্য বরাদ্ধ এসেছে। দুর্গত এলাকায় এসব বরাদ্ধ বিতরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ