আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

স্বল্প ইতিহাস

সাদিয়া খানম

সোনার বাংলা,তোমার সম্পর্কে ইতিহাস আমার সত্যিই জানা নাই।
ছোট খাটো ইতিহাস পড়ি,যখন কোন বই আমি পাই।
দাদার কাছে শুনেছি শুধু মুক্তিযুদ্ধের গল্প,
বই ভর্তি যুদ্ধ থাকলেও পড়েছি বড়ই অল্প।
মায়ের কাছে বাবার কাছে শুনেছি যুদ্ধ,,উনিশ শত একাত্তর,,
ওরে বাবা!!একাত্তরের ঘটনাতে সত্যিই আমি কাতর!
বই পড়ে জেনেছি আবার উনসত্তরের গনঅভ্যুথান,,
হানাদারদের রুখে দিয়েছে একই সাথে বাংলার হিন্দু-মুসলমান।
পঁচাত্তরে হয়েছে আবার বীর বঙ্গবন্ধুর মরণ,
শত্রু হোক বা মিত্রই হোক করব সব ইতিহাস স্মরণ।
সর্বআগে মনে পড়ে ৫২ এর ভাষা আন্দোলন।
একাত্তরের ডিসেম্বর আবার তারই তীব্র এক ফলন।
সর্বশেষ জানি শুধু বিশেষ করোনা ভাইরাস,
ডাক্তার মোক্তার সকলকে সে একেবারেই করছে গ্রাস।
সর্বশেষে লিখতেই হবে ইতিহাস জানি অল্প,
আবার যদি সূযোগ পাই পড়বো ইতিহাসের গল্প।

লেখক: সাদিয়া খানম
শ্রেনী: দশম,সীমান্ত পাবলিক স্কুল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ