আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সাভার প্রতিনিধিঃ

সাভারে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এই  ক্যাপসুল খায়ানো হবে।

বুধবার (১৫ জুন) সকাল ১০ টার  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।

উল্লেখ্য ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে নীল ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি,সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ইয়াসমিন আক্তার চৌধুরী সুমি,ঢাকা জেলা সিভিল সার্জেন ডা. আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান,

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফেরদৌসী আক্তার,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারী সহ আরও অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ