আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস  ও শরণখোলা ফায়ার সার্ভিসের  যৌথ মহড়া  

মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি.
মোঃ এখলাস শেখ :
বাগেরহাট  জেলার মোরেলগঞ্জ  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও শরণখোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ১১ জুন (শনিবার) সকাল ১০ টায় এক যৌথ অগ্নি নিবার্পন,রোড এক্সিডেন্ট  এবং উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে।
যৌথ মহড়া অনুষ্ঠানে রোড এক্সিডেন্ট, ভূমিকম্প, বাসাবাড়ি, সরকারি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকান্ডের সূত্রপাত এবং নিয়ন্ত্রণ সম্পর্কে উপস্থিত শরণখোলার আমড়াগাছিয়া বাজারের সাধারণ জনগনকে অবহিত করেন, মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও শরণখোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
এ  সময় উপস্থিত ছিলেন আমড়াগাছিয়া বাজারের বাজার কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান।   তার  পরে মোরেলগঞ্জ  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও শরণখোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের  সদস্যরা যৌথ মহড়ায় ভূমিকম্প,
অগ্নিকাণ্ড,রোড এক্সিডেন্ট ও উদ্ধারের কলাকৌশল সম্পর্কে স্থানীয়দের হাতে কলমে প্রশিক্ষন দেন।
এ সময় মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস ইনস্পেক্টর প্রবীর কুমার দেবনাথ ও  শরণখোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাব অফিসার ফিরোজ সহ অন্যান্য সদস্যগণ যৌথ মহড়া প্রদক্ষিণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ