আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হাবিব সম্পাদক পারভেজ

মোঃ সাব্বির হোসেন:

বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী সংখ্যায় সর্ব বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মাসুদ পারভেজ।

গত ৮ জুন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনোয়ার
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।আগামী এক বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন,
তিতুমীর কলেজে নীলফামারী জেলার ছাত্র, ছাত্রীদের নিয়ে আমরা কাজ করবো পাশাপাশি নীলফামারী জেলা যেসব কার্যক্রমে পিছিয়ে আছে সেগুলোকে আমরা অগ্রসর করবো। সর্বোপরি তিতুমীরের বুকে নীলফামারী জেলাকে সুন্দরভাবে উপস্থাপন করবো।

সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, আমরা উত্তর বঙ্গের মানুষ আমরা তিতুমীরের বুকে উত্তর বঙ্গ তথা আমাদের নীলফামারীর শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই।

উল্লেখ্য, রংপুর বিভাগের আটটি জেলা নিয়ে সমন্বিত রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ রয়েছে। রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ থেকে জেলা ছাত্র কল্যাণ পরিষদ গুলোর নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ