আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

বরগুনা খেজুর গাছে ৯ ফুট অজগর, বনে অবমুক্ত

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি: তাওহিদুল ইসলামঃ

পাথরঘাটা উপজেলায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি হরিণঘাটা পর্যটন কেন্দ্রের বনে অবমুক্ত করা হয়েছে।

হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রূহিতা গ্রামের মুন্সি বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মুন্সি বাড়ির কয়েকটি শিশু খেজুর গাছের নিচে দাঁড়িয়ে লাঠি দিয়ে খেজুর পাড়ছিল। এ সময় গাছটিতে খেজুরের ছড়ায় মোড়ানো সাপ দেখতে পেয়ে শিশুরা চিৎকার দেয়।

স্থানীয়রা বিষয়টি দেখে ভিলেজ টাইগার রেসপন্স টিমকে (ভিটিআরটি) জানায়। ভিটিআরটি’র সদস্যরা ঘটনাস্থল এসে গাছটি থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ ধরে নামান। পরে দুপুরে বন বিভাগের মাধ্যমে সাপটি হরিণঘাটা পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়।

হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, এখান থেকে সুন্দরবন খুবই কাছে। জোয়ারের পানিতে সুন্দরবন থেকে অজগরের বাচ্চা সাপটি ভেসে আসতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন, সাংবাদিক আরিফুর রহমান, শফিকুল ইসলাম খোকন, টাইগার টিমের সদস্য জাকির মুন্সি প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ