আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে অপ্রয়োজনে বাসা থেকে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হয়। জরিমানা ও গুনতে হয় কাগজপত্র বিহীন মোটরসাইকেল আরোহীকে। করোনা-ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও সামাজিক দূরত্ব বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’রা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিনেরাতে।

ধারাবাহিকভাবে (আজ) রবিবার সকাল থেকে পুলিশ, ডিবি-পুলিশ, ট্রাফিক-পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক কাজ করতে। এসময় দেখা গেছে মোটরসাইকেলে একের অধিক ব্যক্তি থাকলে ট্রাফিক-পুলিশ সদস্য তাদেরকে নামিয়ে দিতে। অন্যদিকে কোনো মোটরসাইকেল আরোহী সঠিক কাগজপত্র ও বাড়ি থেকে কেনো বের হলেন এমন প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে গুনতে হয়েছে জরিমানা।

এদিকে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশিদ পুলিশ ও সেনাবাহিনীদের নিয়ে সদর উপজেলার বিভিন্নস্থানে সামাজিক দূরত্ব বজায় রাখতে কয়েকটি চা-দোকানীর জরিমানা করেন। প্রকাশ্য চা-দোকানীরা চা বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা ট্রাফিক-পুলিশের ইন্সপেক্টর মামুন আল-আমিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ‘করোনাভাইরাস’ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সড়কপথে কাজ করে আসছি। একজনের বেশি মোটরসাইকেল দেখা গেলে সাথে সাথে নামিয়ে দেওয়া হয়। সকলের প্রচেষ্টা থাকলে আমরা করোনাভাইরাস থেকে মুক্তি পাবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ