আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরে দিনমজুর মানুষেরা ছুটছে নিজ নিজ কর্মস্থানের উদ্দেশ্যে

 

মোঃমশিউর রহমান ইসাদ,
রংপুর প্রতিনিধি

সারা বাংলাদেশের ন্যায় প্রয়োজনীয় সেবাদান প্রতিষ্ঠান ব্যাতিত সব কলকারখানা,অফিস,দোকান-পাট বন্ধ থাকতে সরকারিভাবে নির্দেশনা এবং বিপুল প্রচারণা থাকলেও তা ভেস্তে যাচ্ছে রংপুর নগরীতে।

খেটে খাওয়া দিনমজুর মানুষেরা জীবনের ঝুকি নিয়েও ছুটতে চলছে কাজে। কাজ না করলে তার খাবার কোন ব্যবস্থা হবে না। অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার তাদের বাঁধা হয়ে দাঁড়ায়। পুলিশ কর্মকর্তা বলেন সরকারি নিয়মে তাদের বাসায় থাকার কথা বললে ও তারা কাজে বের হয়েছে। তাদের বাসায় থাকার ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। তারা কর্মস্থানে যেতে পারবে না, এদিকে দিন মজুরদের সাথে কথা বললে তারা জানান, দেশের অবস্থা খারাপ কিন্তু আমরা যদি খেতে না পারি তাহলে বাঁচবো কিভাবে। কোন রকম সাহায্য সহযোগিতা বা ত্রাণ পাইনি তাই বের হয়েছি। কিন্তু আমরা যদি কাজে না যেতে না পারি তাহলে আমরা খাবো কী, লকডাউন তো সরকার দিয়েছে দেশ ও দেশের মানুষের ভালোর জন্য কিন্তু আমাদের খাবার মতো কোন খাবার নেই,নেই টাকা পয়সা। সরকারের নিকট আকুল আবেদন আমরা আপনার দেয়া ত্রাণ কোন পাইনি, আপনি বাংলাদেশের প্রত্যেক শহর /এলাকায় দিনমজুরদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ রাখছি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ