আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

চাঁদপুরে চিকিৎসকদের কোয়ারেন্টাইনে রাখতে বিলাস বহুল হোটেল গ্র্যান্ড হিলশা ছেড়ে দিয়েছেন কতৃপক্ষ

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ-

নোবেল করোনা আক্রান্ত রোগীদের সেবারত ডাক্তারদের জন্য চাঁদপুর শহরের কবি নজরুল সড়কে চাঁদপুর রোটারী ক্লাবের মালিকানাধীন রোটারী ভবনে অবস্থিত বিলাস বহুল থ্রি স্টার মানের একমাত্র আবাসিক হোটেল গ্র্যান্ড হিলশা প্রস্তুত করা হয়েছে।

এই হোটেলটিতেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে যেসব চিকিৎসক করোনা (কোভিড-১৯) রোগীদের সেবা দিবেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজনে ছেড়ে দিয়েছেন হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদসহ পরিচালকবৃন্দ।

গতকাল শনিবার রোটাঃ শাহেদুল হক মোর্শেদ সিভিল সার্জন বরাবর লিখিত একটি পত্রের মাধ্যেমে তার মহানুভবতার পরিচয় দিয়েছেন।
এ পত্রের অনুলিপি হাসপাতালের সহকারী পরিচালক রোটাঃ ডাঃ একেএম মাহবুবুর রহমান, বিএমএ’র সাধারণ সম্পাদক ও হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ মাহমুদুন নবী মাসুম, হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ও ডাঃ আবু সাদাত মোঃ সায়েমকে দিয়েছেন।

হোটেল কর্তৃপক্ষের এমন উদারতায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ