আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

নওগাঁর আত্রাইয়ে ৯ জনের নমনা সংগ্রহ

 

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ৯ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়।

রোববার ১২ এপ্রিল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত নয় জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই নয় জনের মধ্যে পাঁচ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকী চার জনের রিপোর্ট এখানোও আসেনি। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি জানান, করোনা ভাইরাসের উপসর্গ (জ্বর, সর্দি, কাশি, শ্বাসকস্ট) দেখা দিলে আমরা তার নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দিব। ভয়ের কোন কারন নাই। তিনি সকলকে মনে সাহস রেখে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ