আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

অরুয়াইলের মানুষকে সচেতন ও ঘরমূখী করতে নিরলস প্রচেষ্টা এস আই কামরুজ্জামানের

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি:

অরুয়াইলের মানুষকে সচেতন ও ঘরমূখী করতে নিরলস প্রচেষ্টা চালিয় যাচ্ছেন অরুয়াইল পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল অরুয়াইল ও পাকশিমূল দুইটি ইউনিয়ন। দুইটি ইউনিয়নের প্রায় ২০ টি গ্রামের আইন শৃঙ্খলা তথা নিরাপত্তায় নিয়োজিত অরুয়াইল বাজারে অবস্থিত ” অরুয়াইল পুলিশ ফাড়ি। মাত্র ক দিন আগে ফাড়ির দায়িত্ব ভার বহন করেন টগবগে এক তরুন উপ- পরিদর্শক হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান। আর তখনই শুরু হয় সারা বিশ্বের ন্যায় সমগ্র বাংলাদেশে করোনা যোদ্ধ। সরাইল থানার অফিসার ইনচার্জ,সৎ ও সাহসী ব্যাক্তিত্ত মোঃ সাহাদাত হোসেন টিঠো র নির্দেশনায় যোদ্ধে নেমে পড়েন অরুয়াইল পুলিশ ফাড়ির সঙ্গীয় ফোর্সসহ টগবগে তরুন এস আই কামরুজ্জামান। অরুয়াইল ও পাকশিমূল দুই ইউনিয়নের মানুষজনকে সচেতন ও ঘরমূখী করতে লিফলেট বিতরন, মসজিদে মসজিদে আলোচনা, রাস্তায় আলোচনা, প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে আলোচনা ও মাইকিং করা সর্বপুরী মানুষকে সচেতন ও ঘরমূখী করতে নিদ্রাহীন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের নির্দেশনা মানতে ও স্বাস্থ্য বার্তাসমূহ যথাযথ ভাবে পালন করতে জনগনকে উদ্বোদ্ধ করে তুলছেন। সবচেয়ে বড় কাজ ভাটি এলাকার সর্ব বৃহৎ অরুয়াইল বাজার কে নিয়ন্ত্রন করতে হিমশিম খেতে হচ্ছে। বাজারে চার শ্রেনীর দোকান খোলা থাকায় অসচেতন ও অজ্ঞ মানুষকে বুজিয়ে শোনিয়ে বাজার থেকে ঘরমূখী ফিরিয়ে দিলে” চুরে না শোনে ধর্মের কাহিনী ” অপর রাস্তায় আবারও বাজারে হাজির।এলোপাতাড়ি ঘোরাঘুরি এ ক্ষেত্রে বুজানোর পাশাপাশি কঠোর হয়েছেন বৈকি। এক পর্যায়ে বাজার সহ পুরু এলাকাকে নিয়ন্ত্রণ করেছেন ও চেস্টা চালিয়ে যাচ্ছেন। নিজের জীবন বাজি রেখে করোনা যুদ্ধে তার এ অবদান এলাকাবাসীর কাছে চিরস্বরণীয় হয়ে থাকবে বলে এলাকার সচেতন মহল মনে করেন।

অরুয়াইল পুলিশ ফাড়ির ইনচার্জ উপ- পরিদর্শক হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান বলেন সরকারের নির্দেশ তথা ওসি সাহাদাত হোসেন টিঠো স্যারের দিক নির্দেশনায় আমি এ কাজ করছি।এলাকার অসচেতন মানুষকে সচেতন ও ঘরমূখী করা এটা আমার সরকারি দায়িত্ব বলে মনে করি। আমার এ প্রচেষ্টা করোনা আতংক শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ