আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুরে বিভিন্ন সরকারি হাসপাতালে আসছে না ডাক্তার, ভোগান্তিতে সাধারণ রোগীরা

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

নোবেল করোনা ভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে চাঁদপুর বিভিন্ন সরকারি হাসপাতালে সু-চিকিৎসা পাচ্ছে না সাধারণ রোগীগণ। আজ সকালে সরেজমিনে হাসপাতাল শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় সকাল ১০ঃ৩৮ মিনিট পর্যন্ত দন্ত বিভাগ ছাড়া কোন ডাক্তার হাসপাতালে আসেনি।
১০ঃ৪০ এ একজন ডাক্তার এসে গুটি কয়েক জন রোগী দেখন।
অথচ উক্ত হাসপাতাল সর্বমোট আট ডাক্তার থাকার কথা।
এছাড়াও অনন্য হাসপাতালে একই চিত্র লক্ষ্য করা যায়।
এমতাবস্থায় সু-চিকিৎসা না পেয়ে সংকটে ভূগছেন সাধারণ রোগীরা।
এর আগে শাহরাস্তি স্বাস্হ্য কমপ্লেক্সে সকাল ০৯ঃ২৫ মিনিটে একজন বয়স্ক রোগী এলে জরুরি বিভাগ প্রথমে তাকে চিকিৎসা দিতে নাকজ করে দেয়।
পরে কথা কাটাকাটির পর ঐ বয়স্ক লোককে সেবা প্রধান করে।
সরকার ইতিমধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধী পোশাক পিপিই ও প্রয়োজনীয় সরামঞ্জান দেওয়ার পরও সেবা দিতে ডাক্তার কেন এ রকম আচরণ করছে তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেক রোগী। এমতাবস্থায় রোগী সু-চিকিৎসা না নিয়ে মারা যেতে পারে এমনটা ব্যক্ত করছে অনেকেই।
তাই বর্তমানে দেখা যাচ্ছে যারা জ্বর বা সর্দি কাশি ছাড়া চিকিৎসার জন্য আসছে তারাও সু-চিকিসা পাচ্ছে না ।
এ রকম চলতে থাকলে অচিরেই চিকিৎসা ব্যবস্থা ধস নামবে বলে ব্যক্ত বিশিষ্ট ব্যক্তিগণের।
তাই অতি শীঘ্রই সরকার ও স্থানীয় প্রশাসন যাতে এ বিষয়ের উপর নজর দেন এটাই কামনা করছে সাধারণ রোগীগণ। শাহরাস্তি সরকারী হাসপাতালের প্রধান এর মুঠোফোন কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই তার মুঠোফোন ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ