রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক –
করোনা ভাইরাস (কোভিড-১৯ ) রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা সকলের দায়িত্ব এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় না রেখে ক্রেতাতের নিকট সরকার ঘোষিত খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস চাল ১০ টাকা কেজি মূল্যে প্রতি পরিবারের জন্য ৫ কেজি করে বিক্রি করা হয়েছে ।
রবিবার (১২ই এপ্রিল) ধামরাই উপজেলা পরিষদের চত্বরে খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস চাল ১০ টাকা দরে প্রতি কেজি দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব না মেনেই বিক্রি করতে সরজমিনে দেখা গেছে। প্রতি পরিবারের জন্য ৫ কেজি করে বিক্রি করা হয়েছে। সকাল ১০ থেকে ৩টা পর্যন্ত ওএমএস চাল বিক্রি করা হয়। উল্লেখ্য সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ’চাল বিক্রি করা হবে। উল্লেখ্য চাল ক্রেতাদের চাল ক্রয় করার জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিয়ে সেই সাথে স্বাক্ষর বা টিপসই দিয়ে চাল ক্রয় করছে।
চাল ক্রেতা প্রশান্ত বলেন সরকার ১০ টাকা কেজি দেওয়াতে গরীব মানুষের অনেক উপকার হয়েছে অন্তত পেটের ক্ষুধায় কেউ থাকবে না।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মুক্ত থাকতে সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে আজকে আনসার নিয়োগ সহ চাল ক্রেতাদের লাইনেে দাঁড়ানোর জন্য নিরাপদ দূরত্ব অনুযায়ী চিন্হিত করে দেওয়া হয়েছে।
এ’বিষয়ে ডিলারদের নিয়োজিত ব্যক্তিদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বললে তারা জানান তাদেরকে লাইনে দাঁড়ানোর সময় বার বার দুরত্ব বজায় রাখার কথা বললেও বৃহষ্পতিবার তা তারা শোনেনন। তাই আজকে আমরা নিরাপদ দুরত্ব রেখে চুন দিয়ে চিন্হিত করে সেই সাথে আনসার দায়িত্বে ছিল । দরিদ্র পরিবারের লোকজন যেমন করোনার প্রাদুর্ভাব সংক্রমণ সমন্ধে এখনো অসচেতন তাই আজকের গহীত সিদ্ধান্তসঠিক। তেমনি ডিলারের নিয়োগকৃত লোকজনও সামাজিক দূরত্ব বজায় বিষয়টি গুরুত্ব দিচ্ছে বলে মনে করছে বলে করেন সচেতন মহল। সামাজিক দূরত্ব বজায় রাখতে ডিলারের নিয়োগকৃত লোকজনকে কঠার হতে হবে তা না হলে এর জন্য করোনা ঝুঁকি কমবে না।