অনলাইন ডেক্স:
ঢাকার মীরপুরে কলেজ পড়ুয়া যুবক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন যাবৎ চিকিৎসা করে আসছে। দরিদ্র পরিবার ক্যান্সার রোগের চিকিৎসা করতে গিয়ে সবকিছু বিক্রি করে আজ অসহায়। চিকিৎসা করার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যর আবেদন করে নিয়াজ মোরশেদ আবিদ(২৮) পিতা মন্তাজ হোসেন। আবিদ এর পিতা মীরপরের একটি লাইব্রেরিতে সামান্য বেতনে চাকুরী করে। মীরপুর ১১ নাম্বারের বাওনিয়া বাদ এলাকায় আবিদ ও তার পরিবার বসবাস করে। ক্যান্সার রোগের চিকিৎসা ব্যয়বহুল তাই আবিদ বাংলাদেশের সকলের কাছে সাহায্য চেয়েছেন। আপনাদের একটু সাহায্য হয়তো আবিদ এর জীবন রক্ষা পেতে পারে।
সাহায্য পাঠানোর ব্যাংক হিসাব নাম্বার ও বিকাশ, নিম্নে দেওয়া হলো :ইসলামী ব্যাংক লি: মীরপুর পল্লবী শাখা, নাসিমা – 20502740203434703(34347)
বিকাশ – 01795248994