আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

চাঁদপুরে বিভিন্ন স্থানে করোনা আতঙ্কেও জমজমাটভাবে চলছে মাদক ব্যবসা

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ জনসমাগম কমাতে প্রশাসন যখন রীতিমতো ব্যস্ত ঠিক এ সুযোগকে কাজে লাগিয়ে চলছে জমজমাট মাদক ব্যবসা। লকডাউন করার কারণে বর্তমানে চাঁদপুর -ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ রূটের সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল ও ৫টি প্রবেশ বর্তমানে বন্ধ রয়েছে।
যার ফলে লঞ্চঘাট ও বিভিন্ন থানায় থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও অনেকাংশে বন্ধ রয়েছে।
তবে দু-একটি চায়ের দোকান খোলা দেখা গেছে।
জনসমাগম না থাকায় এখন স্থানীয় মাদকসেবীরা লঞ্চঘাটসহ বিভিন্ন জায়গায় তাদের নিরাপদ স্থান ও আস্তানা হিসেবে গড়ে তুলেছে। তারা অনেকটা এখানে আনন্দ উপভোগের মাধ্যমে মাদক সেবন করতে পারছে বলে এলাকাবাসীর অভিমত।
গতকয়েক দিন দেখা যাচ্ছে কিশোর, যুবক ও বিভিন্ন বয়সী অনেক মাদকসেবীকে বিভিন্ন স্থানে জড়ো অবস্থায় দেখা গেছে। কিশোর বয়সের প্রায় ৮ থেকে ১০ জন একসাথে এলাকার বিভিন্ন স্থানে বসে মাদক সেবন করতে দেখা গেছে

তবে,সাংবাদিক দেখে কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

লঞ্চঘাটের পন্টুনে গিয়ে দেখা গেছে, একসাথে ৩ যুবক মাদক সেবন করছে।
তাদেরকে জিজ্ঞাসা করা হলে একজন হাতের মাদক ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আরেকজন হাত জোড় করে ক্ষমা চেয়ে বলে, আর এখানে আসবো না।
শেষ বারের জন্যে ক্ষমাও চাইলেন।

এমনাবস্তায় চাঁদপুরের বিভিন্ন প্রশাসন মাদক প্রতিরোধে ব্যাপক ব্যস্ত থাকলেও টহলরত পুলিশ কিংবা গোয়েন্দা পুলিশ বিকেলে অথবা রাতে অভিযান চালালে এ এলাকার মাদকসেবীদের দৌরাত্ম্য কমে আসবে এবং অনেক মাদকসেবীকে সেখান থেকে আটক করে আইনের আওতায় আনা হলে মাদকের স্বর্গরাজ্য নিমিষেই ধবংস করা সম্ভব হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ