আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ ইং

সাভারে কল দিলেই পৌঁছে যাবে খাদ্য সামগ্রী

 

আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার সাভারে অসহায় কারো ফোন কল পেলেই খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে ‘সাভার হিউম্যান হেল্পিং সোসাইটি’।

সকাল ৬টা থেকে রাত ১০ টার মধ্যে 01771594091/ 01856226095/ 01777001012 নাম্বারে অসহায় ও ক্ষুদার্ত কারো ফোন পেলেই বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছে সংগঠনের সদস্যরা।

জানা যায়- সাভারের শাহীবাগ, ডগরমোড়া, আইচানোয়াদ্দা এলাকায় দুই ধাপে তিন শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবন ও হ্যান্ড সেনেটাইজার বিতরন করে সাভার হিউম্যান হেল্পিং সোসাইটি। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে অসহায় ও কর্মহীন মানুষের সাহায্যকারী হয়ে কাজ করছে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনের প্রেসিডেন্ট তাজ খান নাঈম বলেন, আমরা এ ধাপে ইতিমধ্যে ১৫টি পরিবারের ফোন পেয়ে খাবার পৌছে দিয়েছি। যারা চক্ষু লজ্জার জন্য কারো কাছে বলতে পারছেনা বা একান্তই যাদের বাসায় খাবার নেই তারা দয়া করে আমাদের মেসেজ করুন বা কল করুন। আমরা গোপনেই খাবার পৌছে দিব আপনাদের বাড়ি। অবস্থান অবশ্যই সাভারে হতে হবে। এক্ষেত্রে পরিচয় গোপন রাখা হবে বলেও জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ