আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

করোনা

 

তামিমা আমিন ইনফা

ঘরে বসে মৃত্যুর প্রতিযোগিতা দেখছি,
আমাকে এখনো করোনা আক্রান্ত করে নি।

বিশ্বে জুড়ে চলছে এক মহামারি,
ডাকছে মানুষ স্রষ্টাকে,
কাঁদছে মানুষ মোনাজাতে,
আমাকে এখনো করোনা আক্রান্ত করে নি।

মনটা আতংকে পড়ে আছে,
দরজা-জানালা বন্ধ করে বসে আছে,
আমাকে এখনো করোনা আক্রান্ত করে নি।

মসজিদ,মন্দির,গির্জা আজ সব কিছু বন্ধ,
দিয়েছে আজ বিশ্ব জুড়ে লক ডাউন,
করছে সবাই হোম কোয়ারিন্টায়নে এক অস্তিতার আহাযারিতে,,
আমাকে এখনো করোনা আক্রন্ত করে নি।

দোকান- পাট বন্ধ,
রাস্তা-ঘাটে নেই নে কোনো যানবাহন,
নেই কোনো ট্রাফিক সিগনাল,
বাড়িকে করছে হোম অফিস,
নেই কোনো ব্যস্ততার মনোরম,
তবু বিশ্ব জুড়ে বেড়েই চলেছে করোনা আক্রন্ত মানুষ জন,
আমাকে এখনো করোনা আক্রন্ত করে নি।

কত মানুষ ক্ষুদার যন্ত্রনায় করছে হাহাকার,
ছুটছে মানুষ লক ডাউন ভেঙ্গে ক্ষুদা নিবারনে,
খাচ্ছে লাটি পিটা দেশ সেনাদের হাতে,
আমাকে এখনো করোনা আক্রন্ত করে নি।

হয়তো আমাকেও পিছু ছাড়বে না,
হয়তো আমাকেও অংশ নিতে হবে মৃত্যুর প্রতিযোগিতায়,
যদি বেঁচে যাই এই প্রতিযোগিতায়,
তাহলে আবারো দেখা হবে,কথা হবে,
আবারো লিখতে বসব এক নতুন পৃথিবীকে নিয়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ