আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে বেলাল হোসেন শিমুল নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা করেছ পুলিশ।

শনিবার সকালে পুলিশ কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

শিমুল ওই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, শনিবার ভোরে নিহতের বড়ভাই মো. শাকিল বাড়ির দরজায় রাইস মিলের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিমুলকে ঝুলন্তলাশ দেখতে পায় পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের লক্ষ্মীপুর সদর হাসপাতাল জন্য মর্গে নিয়ে আসে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নুরুল আবছার জানান,ধারণা করা হচ্ছে কোনও কারণে শিমুল আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ