আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সরাইলে করোনা ভাইরাস প্রতিরোধে অরুয়াইল ইউনিয়ন ছাত্র সমাজের আত্তপ্রকাশ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইলে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নিয়ে “অরুয়াইল ইউনিয়ন ছাত্র সমাজ” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ক জন তরুন তরুনীর সমন্নয়ে গঠিত ” অরুয়াইল ইউনিয়ন ছাত্র সমাজ” নামে সংগঠনটি ” দেখেছি নিত্যের জ্যোতি দূর্যোগের মায়ার আড়ালে” এই শ্লোগানকে সামনে রেখে আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত অরুয়াইল বাজার কে করোনা ভাইরাস মুক্ত করতে স্প্রে কার্যক্রম বাস্তবায়ন করেন।

এ স্প্রে কার্যক্রমে অংশ গ্রহণ করেন অরুয়াইল ইউনিয়ন ছাত্র সমাজের পক্ষে আব্দুল হামিদ, সাদ্দাম আহমেদ, চৈতন্য শার্মা,কামরুল ইসলাম, সৌরভ আহমেদ ,জুবায়ের আহমেদ, সাগর গোপ,নাজমুস সাকিব,সাথী বনিক ও পাপ্পু দাস প্রমূখ।

সংগঠন উদ্যোক্তাদের একজন আব্দুল হামিদ বলেন আজ আমরা অরুয়াইল বাজারে স্প্রে কার্যক্রম করেছি। কাল বাজারে জন সাধারণ কে সামাজিক দূরত্ত বজায় রেখে চলতে সচেতনতা বৃদ্ধি করব এবং বাজারে দাগ টেনে দিব।করোনা পরিস্থিতি শেষ না পর্যন্ত প্রতিদিন আমাদের কোন না কোন কার্যক্রম চলবে।

সংগঠনের সদস্যরা ” ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,গড়ে তোলে মহাদেশ, সাগর অতল” এ প্রত্যয় ব্যাক্ত করে, যে কেউ সেচ্ছায় এই সংগঠনের সদস্য হতে পারবে বলে আহবান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ