আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

পবিত্র শবে বরাতে টেকনাফ পৌরবাসীর শান্তি কামনা মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামের

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

পবিত্র শবে বরাত অর্থাৎ মহিমান্বিত রজনীতে টেকনাফ পৌরবাসীসহ মুসলিম উম্মাহর কল্যাণময় শান্তি কামনা করেছেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে পৌর পিতা বলেন,‘শবে বরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের জন্য প্রার্থনা করি।’

পবিত্র শবে বরাতে রহমত ও বরকতের পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বার্তা নিয়ে পবিত্র শবে বরাত সমাগত হয়েছে জানিয়ে মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম আরও বলেন, ‘উপমহাদেশে শবে বরাত প্রধানত সৌভাগ্যের রজনী হিসেবে পালিত হয়।
পবিত্র এ রজনী আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।’

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম উল্লেখ করে মেয়র হাজ্বী ইসলামা বলেন, ‘মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়।’

পবিত্র শবে বরাত শুক্রবার। এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত করে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রসঙ্গত: হিজরি বর্ষের ১৪ শাবান রাতকে বলা হয় সৌভাগ্যের রজনী। বলা হয়ে থাকে, মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ