মোঃ মশিউর রহমান ইসাদ,
রংপুর প্রতিনিধি:
রংপুরের দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ২০১৯ সালের এস.এস.সি ব্যাচের শিক্ষার্থীরা,মহামারী করোনা ভাইরাসে গরিব ও অসহায় ,পরিবার গুলোকে বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল ও দারিদ্র মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা এই কার্যক্রম শুরু করে। দর্শনা, কোট-ঘাঘট পাড়া এলাকা,মধ্যবিনোদপুর, ,শেখপাড়া, বারো আউলিয়া এবং রংপুরের প্রাণকেন্দ্র মর্ডান মোড় সহ রংপুরের ১০টি এলাকার হতদরিদ্র পরিবারকে তারা খাবার পৌঁছে দেয়।
শিক্ষার্থীরা তাদের সাধ্যমতো ছিন্নমূল মানুষদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করছেন।এ সময় তারা “দৈনিক আগামীর সংবাদ পত্রিকার” প্রতিনিধির মাধ্যমে আহবান জানিয়েছেন দেশের সকল স্তরের মানুষের প্রতি,আমরা বন্ধুরা মিলে ১০টি এলাকার অল্প কিছু পরিবার কে সাহায্য করেছি।
যখন সেই পরিবার গুলোর কাছে আমরা আমাদের সাহায্য পৌঁছাতে গিয়েছি তখন নিজেদের কাছে খুব খারাপ লেগেছিলো,তাদের বাড়ির আশেপাশে অবস্থানরতো অনেক গরীব অসহায় মানুষ রয়েছে যাদের অধিকাংশই অনেক কষ্টে সময় কাটাচ্ছে,
কিন্তু আমাদের কিছু করার ছিলো না আমরা আমাদের সাধ্য মত নিজ অর্থায়নে চেষ্টা করেছি।তাই সকলের কাছে আকুল আবেদন নিজ নিজ বাড়ির আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবেন কেউ যেন অনাহারে না থাকে।বর্তমানে দেশের ছিন্নমূল মানুষগুলোর অবস্থা খুব সংকটে। এই মুহূর্তে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, ব্যক্তিদের এগিয়ে আসা দরকার।সংকট কেটে না যাওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখতে চেয়েছেন এ শিক্ষার্থীরা।
উক্ত খাবার সামগ্রী বিতরণ এর সময় উপস্থিত ছিলেন,
শেখ রাব্বি,সাকিব উদ্দিন সিয়াম,মোঃনাঈম রহমান,
সামিউল ইসলাম সৌরভ,
পায়েল আহমেদ বিটুল,আল-আমিন,রবি,মমিনুর রহমান,জীবন,শাহরিয়ার ,রুবেল,মাহিন,রাফিউল ,রাতুল।রেশমা,রাহিমাতুল ,আফিয়া,কণা,সানজিদা ,লাবিবা,
সামিয়া ইশরাক শশী,তিশা,
রুম্পা,সামিয়া আক্তার, ফাতেমা সহ আরো অনেকে।