আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

লালমনিরহাটে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ঢাকা ফেরৎদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনী

 

মজিদুল হক লালমনিরহাট( সদর) প্রতিনিধি

কোভিড ১৯ এর কারনে স্থবির এখন পুরো দেশ। এ ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারীভাবে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। অাইইডিসিঅার এর তথ্যমতে রাজধানী ঢাকা ছাড়াও দেশের কয়েকটি জেলায় করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
লালমনিরহাটে এখনো কোন করোনা রোগী শনাক্ত না হলেও এর বিস্তার মোকাবেলায় কঠোর অবস্থানে অাছে অাইন শৃঙ্খলা বাহিনী।
এরই অংশ হিসেবে, অাজ (৯ এপ্রিল) লালমনিরহাট সদর থানার হারাটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঢাকা ফেরৎদের বাড়ী গিয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে সতর্ক করেছে সদর থানা পুলিশ।

মুঠোফোনে লালমনিরহাট সদর থানার এস.অাই মিজানুর রহমান দৈনিক অাগামীর সংবাদকে বলেন” যেহেতু ঢাকায় কোভিড ১৯ এর রোগীর সংখ্যা তুলনামূলক বেশি সেজন্য যারা ঢাকা থেকে অাসছে তাদের এই ভাইরাসের ঝুঁকি থাকতে পারে। এজন্য অামরা জেলা প্রশাসনের নির্দশনা মতে তাদের সতর্ক করছি এবং এলাকায় এলাকায় গিয়ে সতর্কতামুলক পরামর্শ দিচ্ছি।
তিনি অারো জানান, অাজ অামরা হারাটির বিভিন্ন জায়গায় ঢাকা ফেরৎ তিন জন লিজি খাতুন, বিপুল মিয়া ও বাবুল হোসেন তাদের বাড়ি গিয়ে সতর্ক করেছি এবং এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত অামাদের এরকম অভিযান চালু থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ