আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

বাংলা বাঘের গর্জনে আফগানিস্তান কুপোকাত

মোঃ সাব্বির হোসেন:

ক্রিকেটকে গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়।
ক্রিকেটে শেষ বল না হওয়া পর্যন্ত বলা মুশকিল কে জিতবে কে হারবে।

এজন্যই বুঝি সারা বিশ্বে ক্রিকেট এত জনপ্রিয়। যেদিন যাকে ভাগ্য সহায় করবে সেদিন সে খারাপ করতে করতেও জিতবে।
সেটি আবারও,

প্রমাণিত হলো বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচে।
আজ, বাংলাদেশ বনাম আফগানিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচে টসে হেরে বাংলাদেশ ফিল্ডিং পায়।

আফগানিস্তান ব্যাটিং এ নেমে সব কয়টি উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে।
২১৬ রানের সংগ্রহে খেলতে নেমে বাংলাদেশ শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ১১ ওভার ২ বলে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে খেই হেরে ফেলতে শুরু করে বাংলাদেশ।

সেখান থেকে দলকে টেনে টুলতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।
ডাবল,সিংগেলে ভর করে,দুর্বল বলকে চার ও ছক্কায় পরিনত করে রানের চাকাকে গতিশীল করেন দুজনে।

শেষ পর্যন্ত দুজনে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনেন।

মেহেদী হাসান মিরাজ৮১ ও আফিফ হোসেন ৯৩ রান করে অপরাজিত থাকেন।

চরম ব্যাটিং বিপর্যয়ে থেকেও বাংলাদেশ ৪ উইকেটে প্রথম ওয়ানডে জয়লাভ করলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ