আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৪ হাজার মাক্স বিতরণ

 

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জীবানু নাশক স্প্রে, জনসচেতনা মূলক প্রচারনা, দোকান পাটের সামনে নির্দিষ্ট দুরুত্ব মার্কিং ও ৪ হাজার মাক্স বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন

গত রোববার (৫ এপ্রিল) থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার ১২ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ঘুরে ঘুরে নিজ উদ্যোগে এসব কাজ করেন।

হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন বলেন, ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে ঘুরে সর্ব স্তরের মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া যাদের মাক্স ছিলো না তাদেরকে আমরা মাক্স দিয়েছি। বিভিন্ন স্থানে জীবানু নাশক স্প্রে করা হয়েছে। শুধু তাই নয় দোকানের সামনে নির্দিষ্ট দুরুত্ব বজায় রাখতে মার্কিং করা হয়েছে।

সকলের উদ্যোশ্যে তিনি বলেন, আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে নিজে সতর্ক হই ও সকলকে সতর্ক থাকতে বলি, সুস্থ্য থাকি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ