আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

লালমনিরহাটে নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসক

লালমনিরহাটে নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাস

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

আজ বুধবার(৮এপ্রিল) সকালে সম্বলিত একটি গণবিজ্ঞপ্তি জারি করে লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসক আবু জাফর।

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে সব ধরনের দোকান বন্ধ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। কাঁচাবাজার (পচনশীল) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত , ওষুধ ও কৃষিপণ্য দোকানপাট সারা দিন খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সব ধরনের যানবাহন, দোকানপাট, সাপ্তাহিক হাট বাজার, প্রতিষ্ঠান এবং গণপরিবহন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে অটোরিকশা, অটোভ্যান ও সিএনজিতে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

তবে কাঁচাবাজার (পচনশীল), সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষিজাত পণ্যের দোকান সকাল ৭টা দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সার্ভিস, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, কৃষি নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন, সংবাদপত্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর জরুরি ত্রাণ পরিবারের কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

জেলার বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হবে। যাতে করে বহির্গমনকে চেকপোস্টের মাধ্যমে চিকিৎসা করা হবে।

এছাড়া দোকানের সামনে সামাজিক দূরুত্ব রক্ষায় ৩ ফুট দূরত্বে বৃত্তের ব্যবস্থা, প্রতি ঘণ্টায় ব্লিচিং পাউডারে দোকান পরিষ্কার, দোকানের কর্মচারীকে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। কোনো অবস্থায় দোকানের সামনে গণসমাগম করা যাবে না। এ আদেশ দ্রুত কার্যকর করা হয়েছে এবং এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ