আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরে বিষমুক্ত সবজি চাষে লাভবান

 

মোঃমশিউর রহমান রংপুর,
রংপুর প্রতিনিধি :

 

রংপুরে তিস্তার চরাঞ্চলে বিষমুক্ত সবজি চাষ শুরু হয়েছে। রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে চরের কৃষকরা ব্যবহার করছেন জৈব সার ও জৈব বালাইনাশক। এই পদ্ধতিতে পতিত জমিতে সবজি চাষে ব্যাপক সাড়া পেয়েছেন চাষিরা।

দেশের প্রায় সব জায়গায় ফসল উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ছড়াছড়ি হলেও এর ব্যতিক্রম রংপুরের তিস্তার চরাঞ্চল। বিষমুক্ত নিরাপদ সবজি চাষ করে তিস্তাপারের কৃষক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

কাউনিয়া উপজেলার তিস্তা নদীতে জেগে উঠা চরের ১০হাজার হেক্টর পতিত জমিতে মিষ্টিকুমড়া, পিয়াঁজ, মরিচ, রসুন, মশুর ডাল, ধনিয়া, বাদাম, গম, ভুট্টা, সূর্যমুখিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন।

এসব সবজি ক্ষেতে ফাঁদ ও কাকতারুয়া বসিয়ে ক্ষতিকারক পোকামাকড় দমন করা হয়। জৈবসার ও জৈব বালাইনাশক প্রয়োগের মাধ্যমে উৎপাদন করছেন বিষমুক্ত নিরাপদ ফসল। জমিতে মৌ বাক্স বসানোয় প্রাকৃতিক পরাগায়নে ফলনও হয় ভাল।আর এসব সবজির চাহিদা থাকায় কৃষকরা দামও পাচ্ছেন ভালো।

পরিবেশবান্ধব নিরাপদ ফসল চাষের জন্য চাষিদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম।

এদিকে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিপনন ব্যবস্থা গড়ে তোলার কথা জানালেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

চরাঞ্চলে সবজি চাষ বাড়াতে কৃষকদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ