আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ,আহত ২

নিজস্ব প্রতিবেদক 

 

 

সাভারে কভারভ্যান চাপায় মরিয়ম (৩৮) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছে। আহতকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় কভারভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

নিহত মরিয়ম নওগাঁ জেলার পত্নীতলার মধইল মানাসি এলাকার ইউসুফ আলীর মেয়ে। তিনি শিমুলতলা এলাকায় ভাড়া থেকে আলমুসলিম পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে তিনি বেতনের জন্য ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আলমুসলিম কারখানায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ওই নারী। ঢাকা-আরিচা মহাসড়কের  গেন্ডা এলাকায়  দুই স্বেচ্ছাসেবক অটোরিকশা চালককে লাঠি নিয়ে ধাওয়া করলে অটোচালক অটো গুরাতে গেলে নবীনগরগামী একটি কভারভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই পোশাক শ্রমিক মরিয়ম মারা যায় এবং রিকশাচালক গুরুতর আহত হন। পরে আহত রিকশাচালককে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। অটোরিকশা যাত্রী আহত আনিসুর রহমান  বলেন তারা ৩জন সাভার শিমুলতলা থেকে অটোতে উঠে আলমুসলিম গার্মেন্টস এ যাওয়ার পথে গেন্ডা এলাকায় দুই ব্যক্তি অটোচালকে লাঠি দিয়ে ধাওয়া করলে অটোচালক অটো গুরাতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

সাভার থানার উপ-পরিদর্শক পাভেল মোল্লা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চালকসহ কভারভ্যান আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ