আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

কোভিড ১৯ এর প্রাদুর্ভাব মোকাবেলায় লালমনিরহাট জেলা অঘোষিত লকডাউন

 

মজিদুল হক লালমনিরহাট( সদর)

করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশ সরকার কর্তৃক বারবার কঠোর নির্দেশনা দেয়া স্বত্বেও সাধারন মানুষদের অসচেতনতার এতদিনে ভাইরাসের ঝুঁকি বেড়ে যাওয়ায় লালমনিরহাট জেলার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঘোষিত লকডাউন ঘোষনা করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।
অাজ লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ অাবু জাফর এক বিবৃতিতে এই অাদেশ জারী করেন।
জারীকৃত অাদেশে বলা হয়, জেলার অভ্যন্তরে যানবাহন, দোকানপাট, সাপ্তাহিক হাটবাজার ও গন পরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু ব্যাংক ও জরুরি সরকারি প্রতিষ্ঠান অাগের নিয়মেই চলবে। তবে মেডিকেল সার্ভিস, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পণ্যবাহী পরিবহন, সংবাদপত্র, অাইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এবং জরুরি ত্রাণ পরিবহনের ক্ষেত্রে এ অাদেশ শিথিল থাকবে।
বিবৃতিে অারো জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পন্য, কৃষিজাত পন্যের দোকান সকাল ৭টা হতে দুপুর ১.০০টা পর্যন্ত খোলা থাকবে এবং ঔষুধের দোকান ক্লিনিক ও হাসপাতাল সারাদিন খোলা থাকবে। এবং এই জেলায় সবধরনের যানবাহন প্রবেশ ও বহির্গমন সম্পুর্ন বন্ধ থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অারো বলা হয়, এই অাদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অাইনানুক ব্যবস্থা গ্রহন করবে। এবং সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য নির্দেশনা দেয়া হয়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ