আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

নলছিটির দুই গ্রাম লকডাউন 

খান ইমরান , বরিশাল 

 

ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন নাচনমহল ও রানাপাশা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এবং নলবুনিয়া গ্রামের সকল যোগাযোগের রাস্তা বন্ধ করে লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় সাধারণ জনগন । সরকারি বিধি নিষেধ অনুযায়ী সকল ধরনের নিষেধাজ্ঞা মান্য করে এলাকার প্রতিটি রাস্তা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) ওই দুই গ্রামের প্রধান সড়ক বন্ধ করে দিয়ে এলাকার ভিতরে সচেতনতা বৃদ্ধিতে হ্যান মাইক দিয়ে করোনা ভাইরাস থেকে বাচতে ঘর থাকার জন্য অনুরোধ করতে দেখা গেছে । এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার সচেতন নাগরিক মোঃ রিপন হাওলাদার,মোঃ নুরুল আলম মেম্বার , মোঃ সুমন খলিফা, মোঃ নান্নু খলিফা , মোঃ ফরিদ খলিফা , মোঃ জাকির খলিফা , মোঃ নবিন খলিফা, মোঃ রফিক খলিফা সহ সুশীল সমাজের নাগরিক বৃন্ধ । দেশে গত ২৪ ঘণ্টায়, করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জন মোট আক্রান্ত ১৬৪। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন পুরুষ, একজন নারী। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেয়া সরকারি নিয়ম মেনে প্রশাসনের পাশাপাশি তারাও কঠোর ব্যবস্থা গ্রহন করেছে । করোনা ভাইরাসের এই ভয়ানক পরিস্থিতি থেকে এলাকার খেটে খাওয়া মানুষকে রক্ষা করার জন্য এমন উদ্যোগে নেয়া হয়েছে বলে তারা জানান । এ সময় তারা আরো বলেন, এলাকার ভিতরে সকল দারিদ্র্য পরিবারকে খাবারের সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণের চেষ্টা চলছে এবং করোনা ভাইরাস মোকাবেলা সহ সকল সামাজিক উন্নয়ন মূলক কাজে একাত্মতা প্রকাশ করেছেন তারা ।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি। এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। বাংলাদেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

করোনা ভাইরাসের মাধ্যমে সৃষ্টি মহামারি পরিস্থিতি রোধে বিভাগীয় শহর বরিশালেও প্রবেশ এবং ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারী করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এক গনবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারী করা হয়। জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সাক্ষরিত ওই গনবিজ্ঞপ্তিতে বলা হয়, করোন সংক্রামন এড়াতে সামাজিক দূরত্ব ও গনজমায়েত রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ ও যানবাহনের জেলার বাইরে গমন এবং বাহির থেকে বরিশালে আগমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, আমদানী-রপ্তানী কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তিবর্গ এবং জরুরী সেবাসমূহ এই আদেশের আওতামুক্ত থাকবে। এরই ধারাবাহিকতায় এ দুই গ্রামের মানুষকে বাচাতে এমন উদ্যোগে হাতে নিয়েছে বলেও তারা আরো জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ