আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে জাবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে প্রতীকী অনশনে করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহীদ মিনারের পাদদেশে এ অনশন কর্মসূচি পালন করেন তারা।

এসময় অনশনকারীরা ‘বিকৃত নারীবিদ্বেষী শাবিপ্রবির ভিসির পদত্যাগ চাই’, ‘শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার বিচার কর’, ‘শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশে জাহাঙ্গীরনগর’, ‘শিক্ষার্থীদের ওপর অজ্ঞাতনামা মামলা দেওয়ার অপকৌশল বন্ধ করা হোক’, প্রভৃতি লেখা সহ প্লাকার্ড প্রদর্শন করেন তারা।

এ সময় তারা শাবিপ্রবির ভিসির পদত্যাগ দাবি করে নানা বিষয়ে বক্তব্য দেন।

প্রসঙ্গত যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির বিরুদ্ধে গত কয়েকদিন ধরে বিভিন্ন ভাবে প্রতিবাদ করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ