আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সুবিধাবঞ্চিত শিশুদের বিনা পয়সার বুফে আয়োজন করলো ছবিঘর

বিশেষ প্রতিনিধি:

ছবিঘর এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ টাউন সংলগ্ন বস্তির অসহায় ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য আয়োজন করা হয় “বিনা পয়সার বুফে”।

সবার জন্য ছিল অফুরন্ত খাবার। নিজেদের ইচ্ছা মত খাবার নিয়ে খেয়েছে অসহায় সুবিধাবঞ্চিত শিশুরা। ৫০ জন শিশুর জন্য প্রায় ১০ রকমের খাবার নিয়ে সাজানো হয়েছিল এই বুফে।

সুবিধাবঞ্চিত শিশু রফিকুলের মুখে ছিল খুশির হাসি। সে বলে “ছবিঘরের এমন আয়োজে সে অনেক আনন্দিত”।
আরেক শিশু ইশকান্দার বলেন “ভাইয়ারা আমাগো ফ্রিতেবখাতা দিছে, খাওন দিছে, আইজকাও আমাগো জন্য অনেক খাওন আনছে।

আমরা অনেক খুশি”।
আরেক শিশু সুমাইয়া বলেন “আমরা আজকে ভাল খাবার খাবো, অনেকদিন পর মাছ,মাংস,ডিম খাবো। আজকে আমরা অনেক আনন্দিত”।

আয়েশা বেগম নামে এক বস্তিবাসি বলেন “তারা এর আগেও অনেক সাহায্য করেছে। আজকে আমাদের বাচ্চাদের জন্য খাবার দিছে, এতে আমরা অনেক খুশি”।

ছবিঘরের সভাপতি প্রিন্স ঘোষ বলেন “অভিজাত পরিবারের বাচ্চারা রেস্তরাঁয় খাওয়া দাওয়া করে, তারা সময় পেলে বুফে খেয়ে যায় কিন্তু এই অসহায় বাচ্চাদের ভাগ্যে ভাল খাবার জুটে না, তাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের জন্য এই ভিন্ন আয়োজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ