আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ঝালকাঠিতে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের মাস্ক ও লিফলেট বিতরণ

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :

কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট বিশ্বে মহামারির আকার ধারন করায় ২০২০/২১ সালে অনেক মানুষের মৃত্যু হয়।

নতুন বছর আসতে না আসতেই বিশ্ব করোনা নতুন রুপে অর্থাৎ ওমিক্রন ভেরিয়েন্ট নিয়ে বিশ্ববাসীকে আবারো চিন্তিত করায় ওমিক্রন এড়াতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাস্ক পড়া বাধ্যতা মূলক করেছে।

আর তারই ধারাবাহিকতায় তৃতীয় ঢেউ আসার পূর্বেই বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ১৯ জানুয়ারী বুধবার সকালে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে। একই সাথে জনগনকে সচেতন করতে সতর্ক বার্তা সাধারণ মানুষের মাঝে পৌছে দিচ্ছে সংগঠনটির সদস্যরা।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক রবীন চন্দ্র,
যুগ্ম-সাধারণ সঞ্জীব মালাকার, সহ-সাংগঠনিক সম্পাদক শান্ত দে, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, হৃদয় কর্মকার, সত্যজিৎ হালদার, জয় মাতব্বর সহ অন্যান্য সদস্যরা।

এ বিষয় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক রবীন চন্দ্র বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট মারাত্বক আকার ধারন করতে যাচ্ছে। যার ফলে অতি দ্রুতই করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

তাই আমাদের এখনি সচেতন থাকতে এবং সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি বিধি নিষেধ মানার পরামর্শ দিয়ে যাচ্ছি একই সাথে মাস্ক ব্যবহারে জনগনকে উৎস ও প্রেরনা যোগাতে আমরা বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করছি যা চলমান থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ