আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

অবশেষে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় সাভার থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক :

বগুড়া থেকে ঢাকার গাবতলির উদ্দেশ্যে ছেড়ে আসা সোনার তরি বাসে সাভারে ডাকাতির ঘটনার তিনদিন পর সাভার মডেল থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুল ইসলাম।

এরআগে, শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে টাঙ্গাইল, গাজিপুর ও সাভার এলাকায় মহাসড়কে ডাকাতির কার্যক্রম করে ডাকাতরা৷

পরে বিষয়টি নিয়ে বিভিন্ন থানায় তিনদিন ঘুরে মামলা না হওয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলে গতকাল সোমবার (১৭ জানুয়ারি) সাভার থানা একটি ডাকাতির মামলা নেয়।

বাস চালক ও মামলার বাদি মোঃ পাভেল বলেন, ডাকাতির ঘটনার পরপরই আমি মির্জাপুর, সাভার ও সাভার হাইওয়ে থানায় যাই মামলা করা জন্য।

কিন্তু কোনো ভাবে কোন থানা মামলা নিতে চায়নি৷ পরে গতকাল রাতে সাভার মডেল থানায় মামলাটি নেয়।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ডাকাতির মামলাটি আমাদের থানায় এন্টি হয়েছে৷ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ