আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

আত্রাইয়ে কর্মরত সাংবাদিকদের মাস্ক ও স্যানিটাইজার দিলেন এ্যাডঃ সুমন

 

মোঃ ফিরোজ হোসাইন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

সারাদেশে প্রানঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রনে সাংবাদিকদের পেশাগত কাজের সহায়ক সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এ্যাড: ওমর ফারুক সুমন। মঙ্গলবার ৭ই এপ্রিল বিকালে উপজেলার রসুলপুর নিজ বাস ভবনে আত্রাই প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন। আত্রাই প্রেসক্লাবের পক্ষে মাস্ক ও স্যানিটাইজার গ্রহন করে প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু।এ সময় এ্যাড: ওমর ফারুক সুমন বলেন, জাতির দুর্যোগ মুহুর্তে অন্যরা নিজেকে রক্ষার কাজে ব্যস্ত থাকলেও সাংবাদিকেরা জীবন-প্রাণ বাজি রেখে মানবতা এবং জনসচেতনতাই কাজ করেন। তাই নিজেদের সার্বক্ষণিক সতর্কতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই এ ব্যাধি ঠেকাতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। তাই করোনাভাইরাস একটি প্রাণঘাতি ও ছোঁয়াছে রোগ হওয়ায় এ সময়ে সবাইকে নিজের এবং পরিবার পরিজনের প্রয়োজনে সতর্ক থাকতে হবে। করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও করোনা ঝুঁকি এড়াতে লোকজনকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ