আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

এসএসসি ও সমমানের রেজাল্ট পুনর্নিরীক্ষনের ফল আগামী ২১ জানুয়ারি

মোঃ সাব্বির হোসেন:

এসএসসি ও সমমানের পরিক্ষায় পরিক্ষা দিয়ে ফলাফল এ দেখা যায় অনেকের রেজাল্ট আশানুরূপ আসে নি।তাই অনেকে আবার তার কাঙ্ক্ষিত সাবজেক্ট এর ভালো ফলাফল এর জন্য আবেদন করেন।

যেসব শিক্ষার্থীরা আবেদন করেন তাদের আবেদনের প্রেক্ষিতে আবার তাদের খাতা পুর্ণ মূল্যায়ন করা হয়।

উল্লেখ্য,এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ৩০ ডিসেম্বর। আগামী ২১ জানুয়ারি প্রকাশ করা হবে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল।

এবার পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী। আন্তশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক নেহাল আহমেদ জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২১ জানুয়ারি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ