আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

ধান ক্ষেতে বিলুপ্ত প্রজাতির অসুস্থ শকুন

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি, তাওহিদুল ইসলাম :

উপজেলার ধান ক্ষেতর মাঠ থেকে একটি বিলুপ্ত প্রজাতির অসুস্থ শকুন উদ্ধার করা হয়েছে। শকুন উদ্ধারের খবরে গ্রামবসি ওই এলাকায় ভিড় করেন শতশত মানুষ।

শনিবার (১৫ জানুয়ারী) বেলা ১১ টার দিকে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজড়াভাঙা এলাকায় ধান ক্ষেত থেকে গ্রামবাসী ওই শকুনটিকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার সদর ইউনিয়নের পাজড়াভাঙা এলাকায় একটি ধান ক্ষেতে বিলুপ্ত প্রজাতির একটি অসুস্থ শকুন দেখতে পায় স্থানীয়রা। পরে গ্রামবাসীদের প্রচেষ্টায় শকুনটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় মো. সোহাগ হাফিজ জাগো নিউজকে বলেন, লোকালয়ে এখন শকুন দেখা যায় না। শকুনটি উদ্ধারের সময় খুবই দুর্বল ছিলো। ঠিক মতো উড়তে পারছিল না।

তাই শকুনটির সুস্থতা ও অবমুক্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে সরকারের জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করেছি।

বরগুনা সদর উপজেলা বন কর্মকর্তা মতিউর রহমান জাগো নিউজকে বলেন, লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি অসুস্থ শকুন উদ্ধারের খবর পেয়ে বন বিভাগের লোকজন পাঠিয়ে শকুনটি উদ্ধার করেছি। দুর্বল শকুনটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ