আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজদিখানে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ 

সিরাজদিখানে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনন্দ শোভাযাত্রা,

কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার ৮ জানুয়ারী সকাল ১১ টার দিকে উপজেলার সন্তোষপাড়া মোড় থেকে আনন্দ শোভাযাত্রা করে উপজেলা ছাত্রলীগ ,

শোভাযাত্রায় অংশগ্রহণ করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও দুইটি কলেজের কয়েক হাজার নেতাকর্মী। শোভাযাত্রাটি সিরাজদিখান বাজার হয়ে উপজেলা মোড়ে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের কেক কাটা হয়।

এর আগে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিকের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চোকদার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ ১নং যুগ্ম- আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম জহিরুল ইসলাম। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক সহ উপস্থিত নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড. আবুল কাশেম, লতব্দী ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান, হাফেজ মোঃ ফজলুল হক, জৈনসার ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক  ইকবাল হোসেন মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদ, সাবেক ছাত্রলীগ নেতা মামুন হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন মনু, কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাওসার ভুইয়া,আওয়ামী লীগ নেতা আসকর আলী, সাবেক ছাত্রলীগ নেতা আহসানুল ইসলাম আমিন প্রমুখ।এছাড়াও জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ