আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাহসী নারী “ইফাফাত আরা ইভার” উদ্যোক্তা হয়ে উঠে আসার গল্প

বিশেষ প্রতিনিধিঃ

ছবিতে যে হাসি খুশি মানুষটাকে দেখছেন এটা হলেন
ইফফাত আরা ইভা
তার নামটা তার বেশ পছন্দ,তার আব্বার দেয়া নাম.
তিনি খুব সাপোর্টিভ একজন মানুষ, হাসিখুশি থাকতে পছন্দ করেন। তার আশে পাশের মানুষজন তার কাছে খুব কম্ফোর্ট ফিল করে এটা তিনি বুঝেন।

একদিন একজন ভাবি তাকে ডেকে বললেন, তুমি আমার কাছে বসে একটু কথা বলতো,আমার কেমন জানি শান্তি লাগে তোমার হাসিটা দেখলে। মনে হয় কত ভালো আছো তুমি সব সময় এমন হাসিহাসি মুখ করে কথা বলো, আমি তো তোমার মত মন খুলে হাসতে পারিনা।

আজ পর্যন্ত আমি এমন বহু মহিলা মানুষকে খুব কাছ থেকে দেখেছি যারা সংসারের যাতা কলে পিসে গেছেন।
“উনাদের নিজের জন্য কিছুই অবশিষ্ট নাই আর।

আমি সবসময় হাসিখুশি থাকি মানে এটা নয় আমি সবসময় খুব ভালো অবস্থায় থাকি।
আমিও সময়, পরিস্থিতির কাছে মুখ থুবরে পরেছি বারবার।

কিন্তুু তার মধ্যে একটা জিনিস খুব বেশি প্রবল সেটা হচ্ছে আমার “আত্মবিশ্বাস” এটা তিনি উপলব্ধি করতে পারেন। ইভা দুঃসময়কে পাশ কাটিয়ে সামনে আগাতে চেষ্টা করেন। ব্যর্থতা পদবিটা কখনো তার নামের সাথে জুরতে দেন না
নারী উদ্দোক্তা সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে ইভার পণ্যের প্রচারণা বেরে যায় কয়েকগুন, খুব ভালো সাড়া পায় ইভা এখান থেকে।সে চায় এই সংগঠন থেকে উদ্যোক্তা হিসেবে তারা সবাই মিলে এগিয়ে যাক

সে কখনো একক ভাবে কিছু চিন্তা করতে পারেন না.
সে ভাবলো তার এই আত্মবিশ্বাসটুকু ছড়িয়ে দেক
সবাই তার মতন মন খুলে হাসতে শিখুক। আর এটা কেবল আত্মবিশ্বাসের সাথে নিজেকে স্বাবলম্বী করে তুলুক
সে শুরু করলো নিজের উদ্যোগ।

তার কাজে যোগ করলো আরও ৩ জন মানুষকে,
ইভার উদ্যোগের উদ্দেশ্য সে এভাবে আরও হাজার হাজর মানুষকে তাদের হারিয়ে যাওয়া মনোবল ফরিয়ে দিতে চায়. সে তাদের কম্ফোর্ট জোন হতে চায়. ইভা নিজেকে হাসির ফেরিওয়ালা হিসাবে দেখতে চায়..গড়তে চায় বেকারত্ব মুক্ত স্বপ্নের বাংলাদেশ.পরিশেষে “দৈনিক আগামীর সংবাদের” প্রতি কৃতজ্ঞতা আমাদের মত উদ্যোক্তা নারীদেরকে তুলে ধরে উৎসাহ প্রদানের জন্য জন্য..

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ