আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরের সিও বাজারে ন্যায্য মূল্যে টিসিবির নিত্য পণ্য সামগ্রী বিক্রি

 

রংপুর প্রতিনিধিঃ

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় রংপুরের সিও বাজারে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ন্যায্যমূল্যে টিসিবি নিত্য পণ্য সামগ্রী বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১১ টায় ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় এইসব পণ্য বিক্রির করা হয়। যাতে করে এলাকার সাধারণ মানুষরা ন্যায় মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করতে পারে। টিসিবিথর গাড়ির সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন পড়ে যায়। টিসিবির পণ্য কিনতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখে দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনছেন ক্রেতারা। নেই কারো কারো মুখে মাক্স। এ বিষয় নেই কারো কোন রকম ব্যবস্থা। পড়ে স্থানীয় পুলিশ প্রশাসন এর সাথে কথা বললে তারা দ্রুত ব্যবস্থা দেয় এবং সমস্যা সমাধান করে।
বিক্রেতা প্রতিষ্ঠানের (ডিলার) জানান , একজন ক্রেতা ৮০ টাকা লিটার দরে ৫ লিটার সোয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে ৩ কেজি চিনি ও ৫০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল কিনতে পারবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ