আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

বরগুনার ১১ মণ হাঙর ও এক মণ হাঙরের শুটকি মাছ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

জব্দ হাঙরগুলো নষ্ট করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন
বরগুনায় বঙ্গোপসাগর থেকে শিকার করা বিভিন্ন সাইজের ১২ মণ হাঙর জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা লঞ্চঘাট সংলগ্ন শুঁটকিপল্লী থেকে হাঙরগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে হাঙর বহন করা একটি ট্রলারকে অনুসরণ করে কোস্টগার্ড। ট্রলারটি পাথরঘাটার শুঁটকিপল্লীতে অবতরণ করলে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়।

এসময় ট্রলারে থাকা দুজন জেলেকে আটক এবং বিপুল পরিমাণ ছোট-বড় ১২ মণ হাঙর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জেলেকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

বঙ্গোপসাগর থেকে শিকার করা ১২ মণ হাঙর জব্দ এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন, আটক দুই জেলেকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। বাকি জেলেরা পালিয়ে যান। জব্দ হাঙরগুলো নষ্ট করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ