আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরে ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ সুমন ইসলাম,
রংপুর প্রতিনিধিঃ
মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন আজ রংপুরে সম্প্রীতি সমাবেশ আয়োজন করেছে। রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে আয়োজন হয়। জাতীয় সংগীত ও সব ধর্মের শান্তিপাঠ এর মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়।
ধ্রুবতারার বিভাগীয় কমিটির সভাপতি তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাবলু নাগ সভাপতি-প্রেসক্লাব বিভাগের সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় এই আয়োজনে বিভিন্ন সামাজিক,  সাংস্কৃতিক,
যুব সংগঠন, বেসরকারি সংগঠন, শিক্ষাবিদ, বিভিন্ন ধর্মীয় সংগঠন, গনমাধ্যমের প্রতিনিধিরা এতে যোগ দিয়ে আলোচনায় অংশ নেন। দেশের বিজয়ের ৫০ বছরে রংপুরের পীরগঞ্জের মর্মান্তিক ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করে, এসব সাম্প্রদায়িক হামলার নিন্দা জানান বক্তারা, সরকার কে এদের পেছনের মদতদাতা,
দোষীদের বিচার, ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের পাশাপাশি দেশে দ্রুততম সময়ে  এ “Minority Rights Commission” গড়ে তোলার দাবী জানান বক্তারা। DYDF এর নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক  এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকেছেন। বিভিন্ন দেশী,  বিদেশি সংস্থার প্রতিনিধি,  যুব সংগঠকরা দেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে,।
দ্রুত ব্যাবস্থা নেওয়ার দাবী জানান আলোচকরা। আলোচকরা শিক্ষা ব্যাবস্থায় ব্যাপক সংস্কার, বাহাত্তরের সংবিধানের মূল চেতনা কে ফেরত আনা, সংখ্যালঘু দের সুরক্ষা, বৈষম্য বিলোপ আইনের দাবীও জানান। যুব সংগঠকরা যুব দের মধ্যে সাংস্কৃতিক চেতনা, ইতিহাসের সাথে পরিচয় করানোর, উগ্রপন্থা রোধে দ্রুত ব্যাবস্থা নেওয়ার তাগিদ দেন।
রংপুরে সমতার সমাজ গড়তে আরো কার্যকর সমন্বিত ব্যাবস্থা নিতেও আহবান জানানো হয়। সমাবেশ শেষে শান্তির জন্য পদযাত্রাও করেন আয়োজকরা। ধ্রুবতারা প্রতিনিধিদল এর আগে পীরগঞ্জে পরিদর্শন করে, ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানায়।
যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিন্টু
মিয়া,আসিফ,সিনথী,আরজু,সাকিব, লিসান,নুর আলম, রেজওয়ান আহম্মেদ, তুহিনুর,সাদিয়া,আয়শা সিদ্দিকা,নাফিস,ঐশী,সোহাগ কুমার,রবীদাস,জাহিদ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ